নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বাহাদুরপুরে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার ঘ্টনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, সদর উপজেলার পাগলাদাহ গ্রামের আব্দুস সালাম বাহাদুরপুরে যশোর-মাগুরা মহাসড়কের পাশে ভাঙারির দোকান পরিচালনা করেন। তার দোকানে পুরাতন কাগজসহ নানান ধরনের ভাঙারি মালামাল মজুদ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ওই দোকান আগুন লাগে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দোকানের আগুন নিয়ন্ত্রণে আসে।
যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে পরে জানানো হবে।
