নিজন্ব প্রতিবেদক
সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে যশোরে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টায় আদালত এলাকায় মিছিল ও মানববন্ধন করেন আইনজীবীরা।
ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর।
মানববন্ধনে তিনি বলেন, এ সরকারের আমলে দেশের মানুষ নিরাপদ নয়। আদালতে বিচারের নামে প্রহসন চলছে। একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থের মধ্য দিয়ে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ অবস্থায় সরকারের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে আইনজীবীরা আজ আদালত বর্জন করছে।
তিনি আরও বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সদস্য সচিব অ্যাডভোকেট আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা মন্টু, আব্দুল লতিফ লতা, মুজিবুর রহমান, জাফর আলতাফ সেলিম রেজা উপস্থিত ছিলেন।