নিজস্ব প্রতিবেদক
গেল ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ বর্জন করায় যশোরে ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রচারপত্র বিলি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবারও জেলায় বিএনপির দলীয় নেতা-কর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। দ্বাদশ নির্বাচনের পর মঙ্গলবার থেকে প্রচারপত্র বিলি শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়- জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সদর উপজেলার আরবপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শহরের চারখাম্বা মোড়, বেজপাড়া, নাজির শংকরপুর এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। যশোর জেলা ছাত্রদল শহরের আরএন রোডের মটর পার্টস মার্কেটে, সরকারি এমএম কলেজ ছাত্রদল কালেক্টরেট মার্কেটে, সরকারি সিটি কলেজ ছাত্রদল মনিরহার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। এছাড়া সদর উপজেলার দেয়াড়া, চাঁচড়া, চুড়ামনকাটি, লেবুতলা, রামনগর, বসুন্দিয়া, হেবতপুর, কাশিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।
এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলমের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা উপজেলা সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম -আহ্বায়ক মশিয়ার রহমান নারকেল বাড়িয়া বাজার ও ধলগ্রাম রাস্তারর মোড়ে প্রচারপত্র বিলি করেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল মনিরামপুর ও কেশবপুর উপজেলা সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।