নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হৈবতপুর ইউপি চেয়ারম্যানসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে শহরের রায়পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও হৈবতপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও যশোর শহরের রায়পাড়ার জলিল মুন্সির ছেলে রিয়াজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে মামলাটি করেন জেলা বিএনপির সাবেক সহআইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট এমএ গফুর।
বাদী মামলায় উল্লেখ করেছেন, আসামিরা আওয়ামী লীগের সন্ত্রাসী। গত ৪ আগস্ট জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একত্রিত হয় আসামিরা। এরপর তারা পূর্ব পরিকল্পিতভাবে শহরের লাল দিঘীর পশ্চিমপাড়ে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ চালায়। এ সময় অফিসে থাকা দুইটি ল্যাপটপ, আলমারিসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। তারা অফিসে পেট্রোল ঢেলে আগুন জালিয়ে দেয় ও বোমা হামলাসহ ৪০ মিনিট তা-ব চালায়। এ সময় অফিস সহকারী মনিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন।