নিজস্ব প্রতিবেদক
‘৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে যশোর শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপি’র আয়োজনে ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে সার্জারি, অর্থপেডিক্স, নিউরো, মেডিসিন, গাইনি, ইএনটি, কার্ডিওলজি, নেফ্রলজি ও শিশু বিভাগের রোগীদের চিকিৎসা দেয়া হয়। শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। এলাকার সর্বস্তরের মানুষ আনন্দ চিত্তে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি কার্যক্রমে সহযোগিতা করেন।
এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতা কর্মীরা আর্তমানবতার সেবায় বিনামূল্যে রক্তদান করেন।
কর্মসূচিতে অংশ নেয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য এ্যাডভোকেট মো. ইসহক, সদস্য ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ, হাজী আনিসুর রহমান মুকুল, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ইয়াসিন আরাফাত ও নগদ ছাত্রদলের আহ্বায়ক আরিফ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়া বিশেষজ্ঞ চিকিৎসকগণ হলেন, বিশিষ্ট প্রবীণ চিকিৎসক বদরুদ্দৌজা চৌধুরী (বিডি চৌধুরী), অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক রশীদ, সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক শরিফুল আলম খান, ডা. শওকত হায়দার, ডা. শাহাবুদ্দীন, ডা. এসএম নাজমুল হক, শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আহমেদ জাহাঙ্গীর সুমন, ডা. উবায়দুল কাদির উজ্জল, এহতেশামুল হক পরাগ, ডা. তমিজ হোসেন, ডা. রবিউল ইসলাম তুহিন, ডা. তাহমিদ উর রহমান, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. ওয়াহিদুজ্জামান আজাদ, ডা. আহসান বাপ্পি, গাজী শরীফ, ডা. মনিরুজ্জামান ও ডা. হাফিজুর রহমান প্রমুখ।