নিজস্ব প্রতিবেদক: যশোরে নাশকতা মামলায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরও ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন কোতোয়ালি থানার ১৩ জন, চৌগাছা থানার ২ জন।
কোতোয়ালি থানার মামলায় আটককৃতরা হলেন, যশোর সদরের নরেন্দ্রপুর মোড়লপাড়ার জামায়াতের সদস্য সাইদুর রহমান, শহরের শংকরপুর চোপদারপাড়ার (আকবরের মোড়) ৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য শামীম হোসেন, সদরের ইছালী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, চাঁচড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান ওরফে হাফিজ,
ষষ্ঠীতলাপাড়া ৬ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি আবু সাইদ রুবেল, আরবপুর ইউনিয়ন বিএনপির সদস্য শামছুর রহমান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক রাসেল মুন্সি, বিএনপির সদস্য পূর্ববারান্দি নাথপাড়া জাকির হোসেন লিটন, নতুন খয়েরতলা ভাস্কর্যের মোড় বিএনপির সদস্য আমিনুর রহমান,
পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি সাজিদ হোসেন মুনির, পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি রাম চন্দ্র দে, লেবুতলা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফসিয়ার মন্ডল, বিএনপি সদস্য সদরের ভবানীপুর গ্রামের আব্দুর রহিম, চৌগাছা থানার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগাঠনিক সম্পাদক মিন্টু রহমান ও চৌগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সদস্য মিজানুর রহমান।
এস আই শরিফুল ইসলাম জানান, শনিবার নিজ নিজ এলাকা থেকে এদের আটক করা হয়। আটকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।