ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বাদী হয়ে মানহানির অভিযোগে মামলা করেন।
মামলার এজাহার সুত্র মতে, মোয়াজ্জেম হোসেন দলীয় বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে অশালীন, বানোয়াট, মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য দিয়েছেন।
মোয়াজ্জেম বিভিন্ন আক্রমণাত্মক ও বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করেছেন। আসামির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করে সরকার ও রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এতে দেশের মধ্যে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আটকের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার জন্য আবেদন জানানো হয়।
বাদীপক্ষের আইনজীবী কাজী ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।