নিজস্ব প্রতিবেদক: যশোরে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে প্রতিরাতেই বাড়ি বাড়ি অভিযান চলছে। তবে পুলিশ বলছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকেই গ্রেফতার করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু বলেন, ঢাকার সমাবেশ বানচাল করতে সরকার গায়েবি মামলা দিচ্ছে। ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত জেলায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছে শতাধিক নেতাকর্মী। এসব মামলাগুলো বেশির ভাগ পুলিশ নিজেই বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।
তিনি আরো বলেন, বুধবার রাতে আমারসহ জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য মিজানুর রহমান খানের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এছাড়া এই রাতেই নগর বিএনপি ও যুবদলের ১০ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, গ্রেফতার আতংকে নেতাকর্মীরা বাড়িতে থাকছে না; বন জঙ্গলে রাত কাটছে তাদের। মামলা যতই করুক না কেন আমাদের নেতাকর্মীরা ঢাকার সমাবেশে যোগ দেবে।
এই বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। তারা বিএনপি নেতাকর্মী কিনা বলতে পারবো না।