নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২০ জানুয়ারি) তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কে শরফুদ্দৌলা ছোটলুর বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি বিএনপির একজন সক্রিয় নেতা হিসেবে পুনরায় দলীয় কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্তকে যশোর জেলা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
