নিজস্ব প্রতিবেদক
যশোরের বিজিবির অভিযানে মুড়লী মোড় এলাকা থেকে স্বর্ণের বার ও স্বর্ণের আংটিসহ এক পাচারকারীকে আটক করেছে। রোববার ভোর ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি’র সার্বিক দিক নির্দেশনায় যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে ব্যক্তিকে আটক করা হয়। আটক শেখ অলিউল্লা সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কোটিয়া গ্রামের শেখ আরিজুল্লার ছেলে।
অভিযানে ১ কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও ১.৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটি, ১টি মোবাইল ফোন এবং নগদ ১,৭৬০ টাকা জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো অলিউল্লাহ কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা এবং অন্যান্য জিনিসসহ মোট মূল্য ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা বলে জানায় বিজিবি।
এই বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। সে আরও জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

 
									 
					