নিজস্ব প্রতিবেদক: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগান নিয়ে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। একদল তরুণ ছেলে-মেয়ের নৈতিক এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সকলের উচিত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই তরুণদের পাশে দাঁড়ানো। গতকাল সোমবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হায়দার গণী খান পলাশ এসব কথা বলেন।
দিনব্যাপী এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. ইউকুব আলী মোল্লা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, মণিরামপুর উপজেলার উপদেষ্টা হাদিউজ্জামান ফয়সাল, বিভাগীয় সমন্বয়ক তিমির মজুমদারসহ সেচ্ছাসেবকরা।
আলোচনা পর্ব শেষে ‘ভোট কখনোই ক্ষমতার উৎস নয় বরং ভোট হলো দায়িত্ব প্রদানের অন্যতম হাতিয়ার’ এই প্রতিপাদ্য নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন রাশেদ মোস্তাফা, মহুয়া চৌধুরী, ফয়সাল রাব্বি। ভোট গ্রহণ, প্রদান ও গণনার তদারকি করেন সাজেদ রহমান ও বিনয় কৃষ্ণ মল্লিক।
নির্বাচনে বিডি ক্লিন খুলনা বিভাগীয় সমন্বয়ক পদে জয়ী হয়ে আল হেলাল মামুন বলেন, বাংলাদেশের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা সকলে মেধা, শ্রম ও সময়ের সঠিক প্রয়োগের মাধ্যমে বিডি ক্লিনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।