নিজস্ব প্রতিবেদক
যশোরে বিদুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম (৫০) নামে শ্রমিক দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে শহরের লোহাপট্টি কৃষি ব্যাংকের সামনে। তিনি উপশহর বি-ব্লকের বাসিন্দা। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী লোকনাথ বিয়ারিং ঘরের কর্মচারী সানোয়ার জানান, কৃষি ব্যাংকের সামনে এনএক্স বিল্ডার্স নতুন একটি ভবন নির্মাণ করছে। বিকেলে ওই নতুন ভবনের দ্বিতীয়তলায় রাস্তার পাশে বিদ্যুৎ মেইন লাইনের গাঁ ঘেষে প্লাস্টার করার জন্য দড়ি দিয়ে বাঁশ বাধার কাজ করছিলেন শরিফুল। এসময় বিদ্যুতের তারে স্পর্শে দগ্ধ হয়ে নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, তার শরীরের অধিকাংশ স্থান দগ্ধ হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাকে রেফার করা হয়েছে।