নিজস্ব প্রতিবেদক
যশোরে বিদেশি মদসহ ভারতীয় দুই নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৭ মার্চ শহরের পালবাড়ি পাওয়ার হাউজ এলাকা থেকে আটক করা হয়েছে। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী আব্দুল মান্নান কোতোয়ালি থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলো, ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার বনগাঁ থানার মেহেরুননগর গ্রামের সুশীল সরকারের ছেলে মিঠুর সরকার ও একই থানার বারমা কলোনী নামক গ্রামের দেবদাস বিশ্বাসসের ছেলে অমর বিশ্বাস।
ডিবি পুলিশের এসআই কাজী আব্দুল মান্নান মামলায় জানিয়েছেন, গত ৭ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি চক্র ভারত থেকে চোরাই পথে বিদেশি মদ নিয়ে যশোরে আসছে। এসময় পালবাড়ি পাওয়ার হাউজ এলাকার মশিউর রহমানের বাড়ির সামনে থেকে ওই দুইজনকে সন্দেহমূলক আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুইটি ব্যাগের মধ্যে থেকে ৩ বোতল করে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওইদিনই মামলা দিয়ে তাদের দুইজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহতাজতে প্রেরণ করা হয়েছে।