নিজস্ব প্রতিবেদক
যশোরে বিদেশ ফেরত ২০ নারী শ্রমিককে শনিবার ও রোববার ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও আয়বৃদ্ধিমূলক দুই দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসেবে খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ‘রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ (আরআরএমডাব্লুবি) প্রকল্পের মাধ্যমে যশোর ব্র্যাক লার্নিং সেন্টারে প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ শেষে গতকাল বিকালে সমাপনী অনুষ্ঠান হয়।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানার সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, ব্র্যাক লার্নিং সেন্টার যশোরের ডেপুটি ম্যানেজার ইমদাদুল হক ও এডাব যশোরের সমন্বয়কারী শাহাজাহান নান্নু। উপস্থিত ছিলেন খুলনা মুক্তি সেবা সংস্থার প্রজেক্ট অফিসার উৎপল রায়, ভলেন্টিয়ার অঞ্জনা পাল ও সাদিয়া আফরিন নাতাশা।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করে প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, সুইজারল্যান্ডের আর্থিক সহায়তা (এসডিসি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কেএমএসএস ‘রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে করোনার সময়ে বিদেশে কাজ হারিয়ে দেশে ফেরা অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনোসামাজিক উন্নয়নে কাজ করছে। তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও আয় বৃদ্ধিমূলক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। করোনাকালীন সময়ে বেকার হয়ে সৌদি আরব, লেবানন, দুবাই, ওমানসহ বিভিন্ন দেশ থেকে ফেরা যশোর সদর, বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলার ২০ জন নারী শ্রমিক প্রশিক্ষণ গ্রহণ করেন।