নিজস্ব প্রতিবেদক
যশোরে ধান ঝাড়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে শামছুন্নাহার (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে সদরের সাতমাইল ছোট হৈবতপুর গ্রামে। তিনি ওই গ্রামের কামাল বিশ্বাসের স্ত্রী।
নিহতের ভাতিজা সাহিদুর রহমান জানিয়েছেন, বৈদ্যুতিক ফ্যানে শামসুন্নাহার ধান মাড়াই করছিলেন। ধান ঝাড়ার একপর্যায়ে অসাবধানবশত বৈদ্যুতিক ফ্যানে হাত লাগলে তিনি বিদ্যুৎ স্পৃৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ মুক্তাদির জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্য হয়েছে।