নিজস্ব প্রতিবেদক
এক বিধবাকে যৌন নিপীড়নের অভিযোগে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে মামলাটি করেন সদর উপজেলার বলরামপুর গ্রামের এক নারী। আসামি একই গ্রামের মধ্যপাড়ার আমজেদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, আমজেদ হোসেন সুযোগ বুঝে বাড়ির আশপাশে এসে প্রায় সময় উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছে। রাজি না হওয়ায় ওই নারীর সন্তানদের ক্ষতি করার হুমকি দেয়। গত ১৭ জানুয়ারি রাত পৌনে ১২ টায় বাদী প্রকৃতির ডাকে বাইরে বের হওয়ার সাথে সাথে সেখানে ওৎ পেতে থাকা আমজেদ হোসেন জাপটে ধরে। এ সময় বাদীর চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসলে আমজেদ হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ আমজেদ হোসেনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে।
আরও পড়ুন: ১১০তম প্রাইজ বন্ডের ড্র