নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় গাঁজাসহ বিল্লাল হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে শার্শা থানার নাভারণ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিল্লাল হোসেন শার্শার জেলে পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদে র্যাব জানতে পারে- বেনাপোল পোর্ট থানার লটাদিঘা গ্রামের মানিক হারের ছেলে মুকুল মিয়ার কাছ থেকে বিল্লাল গাঁজা ক্রয় করেছে এবং তার বাড়িতে আরও গাঁজা আছে। পরে র্যাব অভিযান চালায় মুকুল মিয়ার বাড়িতে। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামির বাড়ি তল্লাশী করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, বিল্লাল হোসেনকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: শার্শায় ৭০পিস স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ আটক ২