সংবাদ বিজ্ঞপ্তি
আওয়ামী সরকার জনদাবিকে পাশ কাটিয়ে তলপিবাহক নির্বাচন কমিশন দিয়ে একতরফা তফসিল ঘোষণা করে দেশকে গভীর থেকে গভীরতর সংকটে নিয়ে গেছে।
সরকার সংকট নিরসনে আন্তরিক না হয়ে গ্রেফতার, নির্যাতন, মিথ্যাচার, নিপিড়নের পথ বেছে নিয়েছে। হিটলারের প্রচার সচীব গোয়েবেলসের পথ ধরেছে। ১৫ ও ১৬ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলা করে নেতাকর্মীদের রক্তাক্ত আহত করেছে, আটক করেছে। পোষাক শ্রমিকদের গুলি করে হত্যা করে আন্দোলন বন্ধ করার উদ্যোগ নিয়েছে।
১৮ নভেম্বর বেলা ১১ টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কার্যালয়ে প্রফেসর ইসরারুল হকের সভাপতিত্বে এক কর্মী সভায় বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড ইকবাল কবির জাহিদ এ আহ্বান জানান।
কর্মীসভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাকির হোসেন হবি, তসলিম-উর-রহমান, নাজিমউদ্দীন, জিল্লুর রহমান ভিটু, পলাশ বিশ্বাস, সুমন কর, হাবিবুর রহমান মোহন, মঞ্জুুরুল আলম, পিল্টু প্রমুখ।