নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাট্য দিবস উপলক্ষে রোববার যশোরে আলোচনা, নাটক মঞ্চায়ন ও কবিতা আবৃত্তি হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে এদিন বিকেলে শহরের টাউন হল ময়দানে বিবর্তন যশোর কর্মসূচি গ্রহণ করে।
বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলাম খান চপল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরে সহসভাপতি দীপংকর দাস রতন, সুরধুনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও ভারতের পশ্চিম বঙ্গের হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জী।
দিবসটির অনুষ্ঠানে কবিতা আবৃত্তির পাশাপাশি নাটক ‘হট্টমালার ওপারে’ পরিবেশিত হয়। বাদল সরকার রচিত এই নাটকটির নির্দেশনা দেন সুমন ব্যানর্জী। বিবর্তন যশোরের শিল্পীদের অভিনয়ে নাটকটি মঞ্চায়িত হয়।
এছাড়া একই মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চারটি দলের যাত্রাপালা মঞ্চায়ন হয়েছে।
দি চ্যালেঞ্জার এপেরার প্রতিবন্ধী নূরী, এস এম শফির নতুন প্রযোজনা রক্তে রাঙানো বর্ণমালা, অগ্রগামী নাট্য সংস্থার তুমি আজ কত দূরে, আনন্দ অপেরার মেঘলা আকাশ দর্শক নন্দিত হয়েছে।
অপরদিকে, বিশ্ব নাট্য দিবসে তির্যক যশোর শহীদ মিনারে প্রবীণ নাট্যকর্মীদের অভিনয় জীবনের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা নাট্যকর্মী খোরশেদ আনোয়ার বাবলু, মহিউদ্দিন লালু, আকবর আলী, দিলীপ সাহা, তপন সাহা, আফফান ভিক্টর, এসএম আব্দুর রব এবং চুন্নু সিদ্দিকী। তির্যক যশোরের নাট্য সম্পাদক আলমগীর হোসেন বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দীপংকর দাস রতন। অনুষ্ঠানে প্রবীণ নাট্যজনদের পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করা হয়।