নিজস্ব প্রতিবেদক
যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সামাজকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ের উদ্বোধন ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের মুড়লী মোড়ে বিবেকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ।
বিবেকের প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভির সভাপতিত্বে ও উপদেষ্টা কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা ও যশোর শিশু নিলয় ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুল আলিম, উপদেষ্টা ও এনসিসি ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপদেষ্টা ও আব্দুস ছামাদ মেমোরিয়াল একাডেমির আইসিটি শিক্ষক সঞ্জয় কুমার মল্লিক, উপদেষ্টা ও মেসার্স শোভা এন্টারপ্রাইজের সত্বাধিকারি আবুল কালাম আজাদ।
সম্মানিত অতিথি ছিলেন উপদেষ্টা ও মেসার্স মুন ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটার রশীদ আহমেদ মুকুল, অধ্যাপক মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিবেকের সহসভাপতি আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক এন্টনি দাস অপু প্রমুখ। অনুষ্ঠান শেষে মিলাদ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন: মধুমেলার চতুর্থ দিনে মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা