নিজস্ব প্রতিবেদক
যশোরে বিয়ের নামে প্রতারণার অভিযোগে সামাউল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার বাউলিয়া গ্রামের এক তরুণী তার বিরুদ্ধে মামলাটি করেছেন। অভিযুক্ত সামাউল হামিদপুর দক্ষিণপাড়ার আজিজুল ইসলামের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
ওই তরুণীর অভিযোগ, মোবাইল ফোনের মাধ্যমে সামাউল ইসলামের সাথে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সামাউল বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করেন। পরবর্তীতে সামাউল তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় সামাউল তাকে সদর উপজেলার বারীনগরে মামা শাহ আলমের বাড়িতে নিয়ে যান। সেখানে একজন মৌলভী ডেকে এনে নীল কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়। পরে কালিমা পড়িয়ে মৌলভী জানান, তাদের বিয়ে হয়ে গেছে। তাদের কাবিনানামা তিনি রেজিস্ট্রি করে দিবেন। এরপর থেকে সামাউলের সাথে ঘরসংসার করতে থাকেন ওই তরুণী। গত ৪ আগস্ট তাদের মধ্যে রাগারাগি হলে তরুণীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন সামাউল। এরপর সামাউল প্রচার করেন তিনি ওই যুবতীকে বিয়ে করেননি। প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ের নামে যুবতীর কাছ থেকে নীল কাগজে স্বাক্ষর করে নিয়েছিলেন। ফলে প্রতারণার শিকার হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী তরুণী।