নিজস্ব প্রতিবেদক
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়। সমাজের স্বাভাবিক শিশুদের মতো তাদেরও খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন আছে। সরকার সমাজের এসব শিশুদের মূল ধারায় যুক্ত করার জন্য নানা খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা।
যশোর জেলা ক্রীড়া কার্যালয় আয়োজনে ও স্বপ্নতরী যশোরের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন স্কুলের পঞ্চাশের অধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোতিায় ছেলে-মেয়েদের ৫০ মিটার দৌড়, চেয়ার সেটিং, ঝুড়িতে বল নিক্ষেপসহ ৫টি খেলার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর।
যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, যশোর জেলা নকশী কাঁথা অ্যাসোসিয়শনের সভাপতি মরিয়ম নার্গিস, স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সদস্য বীণা, নাসিম, সুবহানা, কুসুম অংশগ্রহণকারী শিশুদের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
