নিজস্ব প্রতিবেদক
দৌড় ঝাঁপ, খেলাধুলা আর আনন্দঘন পরিবেশে অন্যরকম এক দিন কেটেছে যশোরের ৮৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বকচর এলাকায় ভিকু চৌধুরীর বাগান বাড়িতে শিশুদের জন্য আয়োজন করা হয় বার্ষিক মিলনমেলার। সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এই মিলনমেলার আয়োজন করে।
মিলনমেলায় মায়ের হাত ধরে আসেন ১৪ বছর বয়সী সুমাইয়া আক্তার। অন্য স্বাভাবিক শিশুর মতো তার জীবনটা সচল না হলেও এদিন সে বেশ হাস্যজ্বল ছিলো। তার বয়সী অন্য বন্ধুদের সাথে দিনটি তার খেলাধুলা আর আনন্দঘন পরিবেশে কেটেছে।
নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বেশ সতেজ ছিলো রুবেল হাসান। সে কথা বলতে না পারলেও তার চোখজুড়ে ছিলো আনন্দের ঝিলিক। রুবেল হোসেনের মা মনোয়ারা বেগম বলেন, ছেলে অন্য শিশুদের মতো স্বাভাবিক না। কিন্তু আজকের দিনটি একদম অন্য রকম ছিলো। সকাল থেকে নানা রকম খেলাধুলা আর গল্প আড্ডায় বেশ আনন্দিত ছিলো রুবেল। তার এমন খুশিতে মায়ের হৃদয়ও জুড়িয়েছে।
আরেকজন অভিভাবক তরিকুল ইসলাম বলেন, শিশুদের জন্য চমৎকার এক আয়োজন করেছে বিদ্যালয়টি। এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখান জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। 
শিশুদের এই মিলনমেলায় দুপুরের খাবার শেষে আরও আনন্দঘন পরিবেশে তৈরি হয় সুইড বাংলাদেশ যশোরের সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য ও দৈনিক লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগমের উপস্থিতিতে। তিনি শিশুদের সাথে নিয়ে নানা রঙের বেলুন উড়িয়ে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের আগামী দিনের জন্য শুভকামনা জানান।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুরা কখনোই সমাজের বোঝা না। তাদের ভেতরেও অনেক প্রতিভা রয়েছে। প্রয়োজন সেগুলোর পরিচর্যার। সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সেই কাজটিই করে চলেছে। আমরা আশা করছি এই শিশুরাও আগামীর বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুইড বাংলাদেশ যশোরের সহসভাপতি অধ্যাপক ফিরোজা আক্তার, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, সদস্য হাজী মুকুল, শফিউদ্দৌলাহ ছটলু, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক, যশোর নগর বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক আমিনুর ইসলাম স্বপন প্রমুখ।
