নিজস্ব প্রতিবেদক
‘কমিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব এইডস দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এসময় কালেক্টরেট চত্বর হতে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, হাসপাতালের তত্ত্বাধয়াক ডা. হারুন অর রশিদ, স্বাচিবের সদস্য সচিব ডা. গোলাম মোতুর্জা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই।
