নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পালবাড়ি নতুন খয়েরতলা বিদ্যালয় এলাকায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ’র যৌথ ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে। এছাড়া অনুষ্ঠানে তিন মাস মেয়াদি কিশোরী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, নতুন খয়েরতলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এহসানুর রহমান, সাঁতার কোচ আব্দুল মান্নান, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মসূচি যশোরের মবিলাইজার মিনা বেগম, সমাজসেবা অধিদপ্তরের সোস্যাল ওয়ার্কার খালেদা আক্তার, সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরুল আরিফিন।
অনুষ্ঠানে বক্তারা ইউনিসেফের এক প্রতিবেদনের সূত্র ধরে বলেন, প্রতিদিন বাংলাদেশে পানিতে ডুবে ৪০জন শিশুর মৃত্যু হয়। বাংলাদেশে শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে পানিতে ডুবে যাওয়া। শিশুদের নজরে রাখার পাশাপাশি যদি আমরা কিছু বিষয়ে একটু সতর্ক হই, তাহলে অনেক ক্ষেত্রেই শিশুদের রক্ষা করা সম্ভব। বিশেষ করে পুকুরের চারপাশে বেড়া দেয়া, বাড়িতে পানি রাখার বড় পাত্রে ঢাকনা দিয়ে রাখা। এছাড়া শিশুর বয়স ছয় হলেই তাদেরকে সাঁতার শেখানোর পরামর্শ দেয়া হয়। অনুষ্ঠানে একশ’র উপরে শিশু-কিশোর ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।