নিজস্ব প্রতিবেদক
যশোরে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। এরপর দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান। এর আগে অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগম শহরের ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে জেলা রোডস্থ এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের খাবার বিতরণ করেন। এরপর তারা পৃথকভাবে শহরের বিভিন্ন স্থানে গিয়ে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। অনিন্দ্য ইসলাম অমিত কারবালা মোড়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। পরে তিনি পৌর উদ্যানের গেটে ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে খাবার বিতরণ করেন। ধর্মতলা মোড়, মুজিব সড়ক, রেলগেট, চাঁচড়া তুলাতলা, ডালমিল, রেল বাজার, শংকরপুর মহিলা মাদ্রাসা, মুরগি ফার্ম গেট, ইসহাক সড়ক গোলপাতা জামে মসজিদ, ছোটনের মোড়, জিরোপয়েন্ট মোড়, সাদের দারোগার মোড়, আকবরের মোড়, বেজপাড়া গুলশান মোড়, মেইন রোড, আর এন রোড, মোল্লাপাড়া আমতলা মোড়, পূূর্ব বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠ, নওয়াপড়া ইউনিয়ন পরিষদ চত্বর, কিসমত নওয়াপাড়া, উপশহর বি-ব্লক বাজার, সি-ব্লক, ট্রাকস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
এছাড়া অধ্যাপক নার্গিস বেগম চাঁচড়া বাজার মোড়, মাহিদিয়া বাজার, ভাতুড়িয়া বাজার, তফসীডাঙ্গা, চেকপোস্ট মোড়, আরবপুর ইউনিয়নের মন্ডলগাতি, দেয়াড়া ইউনিয়নের হালসা বাজার, চুড়ামনকাটি বাজার, আব্দুলপুর বাজার, হৈবতপুর ইউনিয়নের ললিতাদাহ, শাহবাজপুর, নওয়াপাড়া ইউনিয়নের হাইকোর্ট মোড়সহ পৌর এলাকার দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
দিনব্যাপী এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যশোর নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খায়রুল বাশার শাহীন, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা সিরাজুল ইসলাম মানিক প্রমুখ।