নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, এমপি, মন্ত্রী একদিন সাবেক হবেন কিন্তু এদেশের অকুতোভয় মুক্তিযোদ্ধারা চিরদিনই বীর মুক্তিযোদ্ধা থাকবেন। প্রজন্ম থেকে প্রজন্ম এই বীরদের বীরত্বের গৌরবগাঁথা ইতিহাস সারা বিশ্ব মনে রাখবে। শুধু আমাদের সতর্ক থাকতে হবে বাংলাদেশের মাটিতে আর কোনদিন যেনো পাক প্রেতাত্মারা ষড়যন্ত্র করতে না পারে।
আজ শনিবার সকালে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠে) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে রওশন আলী মঞ্চে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনিকে সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি ছিলেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, মুক্তিযুদ্ধকালিন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মাজাহারুল ইসলাম মন্টু,সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দদুল, সাবেক সংসদ সদস্য, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।