নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠাকালীন সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শাহাজাহান আলীর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী স্মৃতি সংসদের আহ্বায়ক ও ইউপি সদস্য বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলার মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি। বিশেষ আলোচক ছিলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলার মুজিব বাহিনীর উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ- দ্দৌলা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান শরীফ রয়েল, বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু। আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর হত্যার বিচার দাবি জানান। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা জাসদ এর সহ সভাপতি আহসানউল্লাহ ময়না, যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ। স্মরণ সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বশেষ
- চৌগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী গ্রেফতার
- বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য : পররাষ্ট্র উপদেষ্টা
- বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ
- যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, কারাদণ্ড
- সিমেন্ট-মাটি দিয়ে সার! যশোরে নকল সার তৈরির কারখানা উচ্ছেদ
- যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান : আ.লীগের পাঁচ নেতাকর্মী আটক
- নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টার পর বন্ধ ভারতীয় ভিসা সেন্টার
- যশোর সদর হাসপাতালে বার্মিজ চাকু নিয়ে যুবক আটক