নিজস্ব প্রতিবেদক
যশোরে সালেহ আহমেদ (৬০) নামে এক বৃদ্ধকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের খালকান্দা নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ নালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
যশোর হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি গ্রামের খালকান্দা এলাকায় মাছ ধরতে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে দাইতলা গ্রামের মনসুর আলীর ছেলে শাহীন (৪০) তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এতে বৃদ্ধ সালেহ আহমেদের মাথা ফেটে যায়। এ সময় স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সালেহ আহমেদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শাহীনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। সালেহ আহমেদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠানোর পর বেলা ১২টার দিকে তিনি মারা যান। পুলিশ নিহত সালেহ আহমেদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সালেহ আহমেদ নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহীনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।
