নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের কিসমত হৈবতপুর গ্রামে ইনামুল হক (৫২) নামে এক বৃদ্ধকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আহত ইনামুল হক ওই গ্রামের সলেমান চাকলাদারের ছেলে। এ ঘটনায় ইনামুল হক ৪ জনের নাম উল্লেখ করে রোববার মামলা করেন। মামলায় অজ্ঞাত নামা আরো ২/৩ জনকে আসামি করা হয়।
আসামিরা হলো সদরের জোড়াদহ গ্রামের মতিউর রহমানের ছেলে রওফুল ওরফে রউফুল (৩৫) একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আজিজ ওরফে নান্টু (৪৫) মতিয়ার রহমান (৬০) ও মোহম্মদের ছেলে আসাদুজ্জামান আকছা (৪৬)।
মামলায় তিনি বলেছেন, আসামিরা এলাকায় সংঘবদ্ধ অপরাধ দলের সদস্য। তাদের সাথে আগে থেকেই শত্রুতা ও দ্বন্দ চলে আসছিল। আসামিরা আমাকে ও আমার ছেলে মনিরুল ইসলামকে মারপিট খুনজখম করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছিল। ২৫ ফেব্রুয়ারি সকালে আমার চাচাতো ভাই ইসহাকের মেয়ের সাথে আসামি রওফুলের বিয়ের কথা নিয়ে আসামিরা আমার উপর ক্ষিপ্ত হয়। পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে লোহার রড, বাঁশের লাঠি দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে খুন করার উদ্দেশ্যে মাতায় আঘাত করে। ডান হাতে দিয়ে ঠেকালে হাতের কবজিতে লেগে হাড় ভেঙ্গে যায়। মনিরুল ঠেকাতে গেলে আসামিরা তাকেও মারপিট করে জখম করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।