নিজস্ব প্রতিবেদক
গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টি মাথায় এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকরাও।
শুক্রবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরতলীর পালবাড়ি মোড় থেকে মিছিলটি বের হয়। এছাড়া শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে যশোরে। বেলা ৩টা থেকে শুরু হয় মুশলধারে বৃষ্টি। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই পালবাড়ি মোড়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর দুপুর সাড়ে ৩টার দিকে মিছিল বের হয়। মিছিলটি পুলিশ লাইন হয়ে বিমান অফিস মোড়ে অবস্থান নেয়। আধাঘণ্টা অবস্থানের পর গরীব শাহ্ সড়কের শহীদ মিনার এলাকায় এসে অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় প্রবেশ করে এবং অবস্থান নেয়। মিছিলে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও ছিলেন। এসময় শিক্ষার্থীরা সরকারের পদত্যাগ দাবি করে নানা স্লোগান দেয়।
মিছিলকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও কড়া নজরদারি থাকলেও তারা কোথাও বাধা দেয়নি।
এদিকে শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুর ২টায় যশোর শহরের মনিহার এলাকা থেকে মিছিলটি বের করা হয়। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিলটি শহরের আরএন রোড, কোতোয়ালি থানার মোড়, রেলরোড প্রদক্ষিণ করে লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এ মিছিল থেকেও সরকারের পদত্যাগ দাবি করা হয়।