নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মারপিট এবং ৩০ হাজার টাকা লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ২৪ মার্চ সকালে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাঁশতলায় এই ঘটনার পর ৪ এপ্রিল ৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী হাসানুর রহমান।
আসামিরা হলো, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বাজারপাড়ার এটিএম মুছার ছেলে পারভেজ রানা বাবু, যশোর শহরতলীর শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে রিপন বিশ্বাস, গফ্ফারের ছেলে রুবেল হোসেন, একই গ্রামের সুমন ইসলাম ও হাদিউজ্জামান।
হাসানুর রহমান মামলায় জানিয়েছেন, আসামিদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে তাকে খুনজখমের হুমকি দিয়ে আসছিল। গত ২৪ মার্চ সকাল ৯টার দিকে ধারালো অস্ত্রসহ তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস ট্রেডার্সে প্রবেশ করে এলোপাতাড়ি মারপিট শুরু করে। শুধু তাই নয় তার কাছে থাকা ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে থানায় গিয়ে মামলাটি করা হয়েছে।