নিজস্ব প্রতিবেদক
যশোরের চাঁচড়া ফাঁড়ির পুলিশ আলাদা অভিযানে বিভিন্ন ভারতীয় পণ্য ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁচড়া ডালমিল এলাকা থেকে বিভিন্ন ভারতীয় পণ্যসহ আকলিমা আক্তার (৩৭) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ঝিকরগাছার বেনেয়ালী গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী। পুলিশ তার কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের সাবান, তেল, শাড়ি, প্যান্টের পিস, প্লাস্টিকের চশমার ফ্রেমসহ বিভিন্ন পণ্য জব্দ করে। তার মূল্য ৯০ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি পাসপোর্টও জব্দ করা হয়। পাসপোর্টের মাধ্যমে ওই নারী ওই সব পণ্য ভারত থেকে দেশে এনে বিক্রি করে থাকে বলে পুলিশ জানিয়েছে।
তিনি আরো জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁচড়া বাজারে আরো একটি অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মৃধা (৩২) নামে এক যুবককে আটক করেছে। জুয়েল রেলগেট ইসমাইল কলোনীর মৃত শাহ আলম মৃধার ছেলে।
এটিএসআই শওকত আলী জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রেলেস্টেশন সুরেন্দ্রনাথ সড়ক থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর হাসান (২০) নামে এক যুবককে আটক করা হয়। সে রেলবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে।