নিজস্ব প্রতিবেদক
যশোরে একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহরের যশোর সরকারি এম এম কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন।
এরপর ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপির নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে ছাত্র সমন্বয়কসহ, সরকারি এম এম কলেজ, শিক্ষাবোর্ড, সিভিল সার্জন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, গণপূর্ত বিভাগ, পিবিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকাল সাড়ে ছয়টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায়, মানুষ দলে দলে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংঘ, সংগঠন, আর্থিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান, হল, ক্লাব, ইউনিয়নের হয়ে কিংবা ব্যক্তি ও পারিবারিকভাবে শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। তাঁদের কারও হাতে একগুচ্ছ ফুল, ফুলের তোড়া কিংবা শ্রদ্ধাঞ্জলি। তাঁদের পোশাক ও সজ্জায় শোকের কালো রং। কণ্ঠে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’।
প্রসঙ্গত, ২০১৮ সালের পর এই প্রথম এমএম কলেজের ঐতিহাসিক শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। এই কয়েক বছর পুরাতন কসবায় আওয়ামী লীগের আস্তানা হিসেবে পরিচিত এলাকায় সংকুচিত স্থানে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধ্য করা হয় জনতাকে। তবে, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল এমএম কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে।