নিজস্ব প্রতিবেদক
যশোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম মঙ্গলবার সকালে নিউ মার্কেটস্থ জেলা শিশু হাসপাতালে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এসময় তিনি শিশুদের লাল ও নীল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান। যশোর জেলায় তিন লাখ ৩৩ হাজার ২০১ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা ছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, খুলনা বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবাধয়ক ডা. মো. আখতারুজ্জামান, জেলা শিশু হাসপাতালের সহকারী পরিচালক ডা. নূর-ই-হামিম প্রমুখ।
জেলা সিভির সার্জন অফিসের তথ্য মতে, এই ক্যাম্পেইনের আওয়াতায় জেলায় ৫ হাজার ৫৫৮ স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত্বাবধানে দুই হাজার ২৯৭টি কেন্দ্রে এ টিকা খাওয়ানো হয়। জেলায় আটটি উপজেলা ও যশোর পৌরসভা মোট নয় জোনের মধ্যে তিনটি উপজেলা ও যশোর পৌরসভার তথ্য প্রদান করে (রাত ১০টা পর্যন্ত) জেলা সিভিল সার্জন অফিস। এরমধ্যে অভয়নগরে ২৭ হাজার ৭১০ জন শিশুকে লাল ও নীল রং এর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে, চৌগাছায় ২৫ হাজার ৬৪ শিশুকে, ঝিকরগাছায় ৩৫ হাজার ২৬০ শিশুকে ও যশোর পৌরসভায় ২৮ হাজার ৪৪৭ শিশুকে লাল ও নীল রং এর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলায় (৬-১১) মাস বয়সী ৩৯ হাজার ৯১১ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও (১২-৫৯) মাস বয়সী ২ লাখ ৯৩ হাজার ২৯০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়।