নিজস্ব প্রতিবেদক
যশোর ডিবি পুলিশ ভ্যান-রিকসা ‘চোরচক্রের’ পাঁচ সদস্যকে আটক করেছে। বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা ডিবির এসআই মফিজুল ইসলাম।
আটককৃতরা হলেন, সদরের চুড়ামনকাঠি সাজিয়ালি গ্রামের আব্দুল আজিজের ছেলে রাজু আহমেদ, শহরতলরি নুরপুর গ্রামের জামাল গাজীর ছেলে রবিউল গাজী, কেশবপুর দোরমুটিয়া গ্রামের আবুল হোসেন আলীর ছেলে আবুল বাশার, একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে নুরুজ্জামান ও কেশবপুর নতুন মূলগ্রামের মৃত আবুল মিয়ার ছেলে আজহারুল ইসলাম। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গতমাসের ২৫ তারিখে শহরের পঙ্গু হাসপাতালের সামনে থেকে ব্যাটারি চালিত একটি ভ্যান চুরি করে নিয়ে যায়। পরে সিসি ক্যামেরা দেখে তাদেরকে সনাক্ত করা গেলেও তাদেরকে আটক করতে ব্যর্থ হয় পুলিশ। পরে গতকাল মঙ্গলবার সদরের চাঁচড়া দারোগাবাড়ী মোড়ে ভ্যান চুরি করার সময় স্থানীয় লোকজন হাতে দুইজন আটক হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে ওই ভ্যান চুরিসহ একাধিক ভ্যান-রিকসা চুরির ঘটনা স্বীকার করেন।
ডিবির এসআই মফিজুল ইসলাম বলেন, তারা জানায় দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজে জেলা ও আশপাশ থানা এলাকায় অটো ভ্যান, রিকসা চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছিল। এবিষয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।