নিজস্ব প্রতিবেদক
বেনাপোল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের নিচ থেকে ৮ বোতল বিদেশি মদসহ অমিতাভ সরকার (৪৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে রেলওয়ে পুলিশ। এঘটনায় খুলনা রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
খুলনা রেলওয়ে থানার এ এস আই নজিবুল হক আকন্দ জানান, ১০ জানুয়ারি বিকেলে বেনোপোল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপনে খবর পান স্টেশনের প্লাটফর্মের নিচে একজন লোক স্কুল ব্যাগে মাদক নিয়ে অবস্থান করছে।
এ খবরের ভিত্তিতে ওই লোককে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাগসহ পালানোর চেষ্টা করেন। সহযোগী ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। এরপর ব্যাগ তল্লাশি করে ৮ বোতল বিদেশি মদ পাওয়া যায়। আসামির নাম জানতে চাওয়া হলে তিনি ভারতীয় পাসপোর্ট দেয়।
পাসপোর্টে তার নাম লেখা আছে অমিতাভ সরকার। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গৈপুর নতুন পাড়ার সাগর চন্দ্র সরকারের ছেলে। তিনি গত ১৬ ডিসেম্বর বাংলাদেশে আসেন। উদ্ধারকৃত মদের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
