নিজস্ব প্রতিবেদক
যশোরে মধ্যরাতে সাবেক এক মেম্বারের দুইটি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে। এ ঘটনায় যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের সাবেক মেম্বর মাসুদুর রহমান বৃহস্পতিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করেন, বুধবার রাত সাড়ে ১১ টায় গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে যে যার মত ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটায় উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙ্গা। ঘর থেকে একটি গাভী গরু ও একটি বকনা গরু চুরি করে নিয়ে গেছে। পরে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ দেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একরামুল হুদা বলেন, বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।
