নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯৭১ সালের ৩ মার্চ ছিল যশোরের ঐতিহাসিক দিন। এদিন যশোরে পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে প্রথম শহীদ হয়েছিলেন চারুবালা কর। সোমবার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ চারুবালা কর-এর ৫৪ তম প্রয়ান দিবস। এ উপলক্ষে গতকাল শহরের নীলগঞ্জ মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। নীলগঞ্জ মহাশ্মশানের পাশে নদীর ধারে প্রগতী বালিকা বিদ্যালয়ের পেছনে চারুবালা করের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দেবনাথ (রতি), যুগ্ম সাধারণ সম্পাদক সন্তু বিশ্বাস ও উত্তম ধর, সাংগঠনিক সম্পাদক সুব্রত গুহ টুটুল, সহ সাংগঠনিক সম্পাদক শুভ চক্রবর্তী মিন্টু, দপ্তর সম্পাদক সুমন দাস, সাংস্কৃতিক সম্পাদক রিপন ঠাকুর, সদস্য দেবাশিষ দে দেবা, আনন্দ সোম, রমনী দাস, আনন্দ রায় ও বিষ্ণুপদসহ নেতৃবৃন্দ।