নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা মহিলা দলের বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগ নেতাকে দেশের অর্থনীতি ধ্বংস করে আর জনগণের অর্থ লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলছেন। আর দেশের জনগণ অর্ধাহারে, অনাহারে দিনাপাতিপাত করছে। এ সরকার ক্ষমতায় থাকতে কোনদিনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. নেওয়াজ রাজ হালিমা আরলি, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহ-সভানেত্রী অ্যাড. মাহমুদা খানম, মেরী ইকবাল, সাংগঠনিক সম্পাদিকা নাহিদ আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা, সদর উপজেলা সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদিকা হালিমা পারনি, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদিকা অ্যাড. মৌলুদা পারভীন, প্রচার সম্পাদিকা আলেয়া সিদ্দিকা, মজিলা দলনেত্রী নূরজাহান নূরী, নাজমা বেগম, মদিনা বেগম, দিলরুবা বেগম প্রমুখ।
সমাবেশ পরিবেশনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সেলিনা পারভীন শেলি। সামবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।