নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রেলস্টেশন এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে যশোর মডেল থানাধীন রেলস্টেশন এলাকা থেকে মোঃ পান্না (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
⚖️ ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীনের নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে মোঃ পান্নাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
তপস্বীডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক
এদিকে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে যশোর মডেল থানাধীন তপস্বীডাঙ্গা কামারপাড়া এলাকা থেকে মোঃ হুসাইন হাসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
⚖️ ১৫ দিনের কারাদণ্ড
এ ঘটনায় উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে মোবাইল কোর্টে মোঃ হুসাইন হাসানকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান অব্যাহত থাকবে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
