নিজস্ব প্রতিবেদক: যশোরে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর (জমাদ্দারপাড়া) এলাকার মীর সেলিম, সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার তাসনিম ইসলাম বর্ষণ ও পূর্ব বারান্দীপাড়ার সজল। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা পগছে, সোমবার ৭ নভেম্বর দুপুরে র্যাবের একটি টহলদল শহরের পৌরসভার পূর্ব বারান্দীপাড়া (বাঁশতলা) মহল্লার জনৈক তরিকুল ইসলামের বাড়ির পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ তাসনিম ইসলাম ও সজলকে আটক করে।
অপরদিকে, চাঁচড়া ফাঁড়ি পুলিশ সোমবার রাত ১১ টার পর শংকরপুর বাস টার্মিনাল হতে ছোটনের মোড়গামী রাস্তায় ইজিবাইক স্ট্যান্ডে পাকা রাস্তার উপর থেকে মীর সেলিম হোসেন চাঁনকে ২২পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করে।