নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন, যশোর সদর উপজেলার মহিদিয়া পূর্ব পাড়ার নিজাম উদ্দিনে ছেলে শাহিন উদ্দিন, খুলনা জেলার সদর থানার নতুন বাজার বর্তমানে আরবপুর রহমান এপ্রোচ রোডের আব্দুস সালামের ছেলে মনিরুজ্জামান, সদর উপজেলার মাহিদিয়া পূর্ব পাড়ার নিজাম উদ্দীরেন ছেলে শাহিন উদ্দীন, অভয়নগরের কোটা গ্রামের বর্তমানে যশোর শহরের মোল্যাপাড়ার মনিহার সিনেমা হলের পিছনে জনৈক লিলির বাড়ির ভাড়াটিয়া মাজেদ আলী সর্দারের ছেলে আল আমিন সর্দার ও সদর উপজেলার হাশিমপুর গ্রামের মতিয়ার রহমান মোল্যার ছেলে ইমন হোসেন। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ইছালী পুলিশ ক্যাম্প মতে, রোববার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার হাশিমপুর গ্রামের নুরুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ইমন হোসেনকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ মতে, মঙ্গলবার দিবাগত গভীর রাত ১২ টার পর সদর উপজেলার চাঁচড়া রেলগেট সংলগ্ন প্রাইভেটকারের স্ট্যান্ড থেকে আল আমিন সর্দারকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ সোমবার গভীর রাতে রেলবাজার সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডের সামনে মনিরুজ্জামানকে ১৫ পিস ইয়াবাসহ এবং একই ফাঁড়ি পুলিশ একই দিন সন্ধ্যায় মুজিব সড়কস্থ ফাহিম এন্টারপ্রাইজের সামনে থেকে শাহিন উদ্দিনকে ২০ পিস ইয়াবাসহ আটক বরা হয়।