নিজস্ব প্রতিবেদক
যশোরে আলাদা অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে। তারা হচ্ছেন, যশোর শহরের নতুন খয়েরতলা তেঁতুলতলার মোড়ের নুর ইসলাম মন্ডলের ছেলে সোহান হোসেন হৃদয়, সদর উপজেলার কচুয়ার (ঘাট কান্দা) রবিউল চৌকিদারের বড়ির পাশে সাহেব আলী মোল্যার ছেলে মনিরুল ইসলাম, সদর উপজেলার বোলপুর (মধ্যপাড়া) গ্রামের অসীম বিশ^াসের ছেলে জীবন হোসেন ও সদর উপজেলার গোবরা বর্তমানে সদর উপজেলার বোলপুর গ্রামের জনৈক সাইদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলামের ছেলে বুলবুল ইসলাম। এ ঘটনায় কোতোয়ালি থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।
তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পর বোলপুর ব্রিজের উপর অভিযান চালিয়ে জীবন হোসেন ও বুলবুলকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে কচুয়া ইউনিয়নের সিটি ব্রিকস-১ এর সামনের রাস্তার উপর অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরতলীর নতুন খয়েরতলা তেঁতুলতলা মোড় জনৈক সোহান হোসেন হৃদয়ের বাড়ির সামনে গোলী রাস্তার উপর থেকে সোহান হোসেনকে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করে।
আরও পড়ুন: হত্যা, অস্ত্র ও সোনা চোরাচালানের পৃথক মামলায় তিনজন রিমান্ডে