নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক অভিযানে প্রায় এক কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। তারা হলো, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের আশিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের বর্তমানে সদর উপজেলার খোলাডাঙ্গা আজিজের বাড়ির ভাড়াটিয়া হাফিজুর বিশ্বাস, খোলাডাঙ্গা গ্রামের লিটন হোসেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বর্তমানে শহরের ঘোপ নওয়াপাড়া রোড আইয়ূবের বাড়ির ভাড়াটিয়া কাজল শেখ, যশোর শহরের শংকরপুর চোপদার পাড়া (হারানের কলোনীর) বিল্লাল, সদর উপজেলার চাউলিয়ার সাইদুল ইসলাম ও যশোর শহরের পুরাতন কসবা (কাজীপাড়া) এলাকার হুমায়ূন কবির। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে আলাদা পাঁচটি মামলা হয়েছে।
কোতোয়ালি থানা মতে, থানার এক এএসআইসহ একদল পুলিশ শুক্রবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের ঘোপ নওয়াপাড়া বাবলাতলা মাইক্রো বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের পূর্ব পাশ থেকে হুমায়ূন কবিরকে আটক করে। এসময় তার কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকেলে সদর উপজেলার চাউলিয়া গ্রাম থেকে সাইদুল ইসলামকে ৩শ’ গ্রাম গাঁজা, কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার সকালে শংকরপুর মহিলা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে বিল্লালকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা, শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৭ টায় ঘোপ নওয়াপাড়া রোডের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে কাজল শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার রাত ৯ টায় সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের লিটন হোসেনকে তার বাড়ির উঠান থেকে লিটন, আশিকুল ইসলাম ও হাফিজুর রহমান প্রত্যেকের প্যান্টের পকেট হতে ১০পিস করে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আরও পড়ুন:বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১