নিজস্ব প্রতিবেদক
মাদকের টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল পালিত ছেলে শেখ শামস। এমন কি পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিল সে। ঘটনাটি ঘটেছে যশোর শহরের মণিহার এলাকায়। শনিবার বিকেলে নিজ বাসা থেকে নিহত সুলতানা খালেদা খানম সিদ্দিকার (৬৪) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ছেলে শেখ শামসকে (২৪) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিলো। কয়েকবার ঘরে যেয়ে ডাকাডাকি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। সেসময় ঘাতক ছেলে শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিল।
নিহতের ভাগ্নে এস এম মাহমুদুল কবীর জানিয়েছেন, নিহত সুলতানা নিসন্তান থাকায় ৩ মাস বয়সে শেখ শামসকে বাড়িতে নিয়ে আসে। তারপর আদর যত্নে বড় করে তাকে। শেখ শামস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতো। তবে এবিষয়ে কখনো কাউকে কিছু বলতে দেননি নিহত সুলতানা।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছে, মাকে হত্যার পর শামস সকালে নাস্তা খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিল। তার ব্যাগ গোছানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার  প্রস্তুুতি চলছে।
	সর্বশেষ
	
				- নির্বাচনের আগে মাঠ প্রশাসন নতুন করে সাজানো হবে; নভেম্বরে শুরু নতুন ডিসিদের নিয়োগ
- দাবি না মানলে কাল থেকে পোলট্রি খাত বন্ধের হুঁশিয়ারি
- সেন্ট মার্টিনে ভ্রমণের অনুমতি মিললেও নেই পর্যটকের সাড়া
- অগ্নিকাণ্ডের আশঙ্কা : বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার
- বিপুল, হাজী সুমন, শাহারুল,বিপু,হিটার নয়নসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
- যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ঢাকায় আটক
- বিএনপির আমলে বেকারদের বিনা পয়সায় চাকরি দিয়েছি
- লালনের গানে গানে শিল্পী ফরিদা পারভীনকে স্মরণ

 
									 
					