নিজস্ব প্রতিবেদক
মাদকের টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল পালিত ছেলে শেখ শামস। এমন কি পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিল সে। ঘটনাটি ঘটেছে যশোর শহরের মণিহার এলাকায়। শনিবার বিকেলে নিজ বাসা থেকে নিহত সুলতানা খালেদা খানম সিদ্দিকার (৬৪) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ছেলে শেখ শামসকে (২৪) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিলো। কয়েকবার ঘরে যেয়ে ডাকাডাকি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। সেসময় ঘাতক ছেলে শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিল।
নিহতের ভাগ্নে এস এম মাহমুদুল কবীর জানিয়েছেন, নিহত সুলতানা নিসন্তান থাকায় ৩ মাস বয়সে শেখ শামসকে বাড়িতে নিয়ে আসে। তারপর আদর যত্নে বড় করে তাকে। শেখ শামস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতো। তবে এবিষয়ে কখনো কাউকে কিছু বলতে দেননি নিহত সুলতানা।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছে, মাকে হত্যার পর শামস সকালে নাস্তা খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিল। তার ব্যাগ গোছানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।
সর্বশেষ
- জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুনীর্তিতে চ্যাম্পিয়ন করেছে : যশোরে ফয়জুল করীম
- সব স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তনের দাবিতে মানববন্ধন
- যশোরে কৃত্রিম সংকটের নামে বাড়তি দামে সার বিক্রি
- যশোরে অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা মঙ্গলবার
- যশোরে প্রথমবার ৩ এক্স ৩ বাস্কেটবল
- খুলনা বিভাগীয় দলে যশোরের দুই ক্রিকেটার : প্রধান কোচ তুষার, সহকারী রাসেল
- তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
- সালমানের নিরাপত্তা বাড়াতে বিগ বস ১৯-এর শুটিংয়ে নতুন পদক্ষেপ