নিজস্ব প্রতিবেদক
যশোরে ফেনসিডিলের মামলায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছেন আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সেলিম বেনাপোলের গাতিপাড়া গ্রামের সদর আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২৮ অক্টোবর বিকেলে বাঘারপাড়া থানা পুলিশ সংবাদ পায় দরাজহাট আমতলা এলাকায় স্থানীয়রা এক মাদক ব্যবসায়ীকে আটক করে রেখেছে। তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে যেয়ে সেলিমকে হেফাজতে নেয়। সেলিমের স্বীকারোক্তিতে তার মোটরসাইকেলের টুলবক্স ও সিটের তলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই দিলীপ কুমার বিশ্বাস বাঘারপাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১২ সালের ২৮ নভেম্বর আটক সেলিমসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাজাহান সিরাজ। সেলিম ওই ফেনসিডিল বিক্রির জন্য মোটরসাইকেলে নড়াইলে মাসুদ ও তার স্ত্রী লাবনীর কাছে নিয়ে যাচ্ছিল।
এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ ও তার স্ত্রী লাবনীকে খালাস দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত সেলিম কারাগারে আটক আছে।
