নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক মামলায় মোছা. লিলু নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার যশোরের স্পেশাল দায়রা জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মোছা. লিলু যশোর শহরের রেলগেট এলাকার ছাত্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুস সালামের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের ধর্মতলা মোড়ে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ২৮ বোতল ফেনসিডিলসহ মোছা. লিলু নামে ওই নারীকে আটক করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়।
গত বৃহস্পতিবার ওই মামলার রায়ে আসামি মোছা. লিলুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এই সাজা প্রদান করেন।