নিজস্ব প্রতিবেদক
যশোরে গত বৃহস্পতিবার রাতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসাদুর রহমানকে (৫৫) গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, আসাদুর রহমান মাদক ব্যবসায়ী। ২০০৬ সালে তিনি বিপুল পরিমাণে ফেনসিডিলসহ গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা হয়। এই মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালে আদালতের রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ৩০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ১ বছরের কারাদ- দেওয়া হয়েছিল। কিন্তু রায় ঘোষণার সময় আসাদুর রহমান অনুপস্থিত থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। এই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার গোপন সংবাদ পেয়ে যশোর শহরের শংকরপুরে অভিযান চালিয়ে আসাদুর রহমানকে গ্রেফতার করা হয়।