নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশ আলাদা অভিযানে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, বিদেশি মদ, চোরাই মোটরসাইকেল, ইজিবাইক, প্রাইভেটকারসহ ১২জনকে আটক করেছে।
ডিবি পুলিশের এসআই নূর ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে যশোর-চৌগাছা রুটের দোগাছিয়া কাঁঠালতলা এলাকা থেকে ৫জনকে আটক করা হয়। এদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি ইজিবাইক, একটি মোটরসাইকেল ও একটি মাস্টার কি উদ্ধার করা হয়। আটক ৫ জন হলো, পটুয়াখালীর দশমিয়া উপজেলার চর মাছুয়াখালী গ্রামের আব্দুল খালেক মুন্সির ছেলে সরোয়ার হোসেন ওরফে সরোয়ার মুন্সি (৩৬), নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের দুদু মোল্লার ছেলে রুবেল মোল্লা (২০), নাটোর সদর উপজেলার পার আটঘরিয়া গ্রামের মৃত আজাহার হোসেনের ছেলে হাসান (৩৪), ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ ট্যাপাখোলা গ্রামের বদর উদ্দিনের ছেলে টিটো (৪২) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়ার মুজিবর শেখের ছেলে ইমরান শেখ বিশু (৩১)।
ডিবির এসআই সাদ্দাম হোসেন জানিয়েছেন, গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে শার্শার নাভারণ বাজারের একটি ওষুধের দোকানের সামনে থেকে ৬ বোতল বিদেশি মদসহ দুইসহদরকে আটক করা হয়। এরা হলো, বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের সুবাস হাওলাদারের দুই ছেলে সুমন হাওলাদার (৩০) এবং সুজন হাওলাদার (২৪)।
ডিবির এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার সুজলপুর এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো, ঝিকরগাছার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২৩) এবং লিয়াকত আলীর ছেলে আল মামুন (২৬)।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের নড়াইল বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানের সামনে থেকে ২শ গ্রাম গাঁজাসহ এনামুল হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। এনামুল বাঘারপাড়ার ছয়বাড়িয়া গ্রামের আসারত মিনার ছেলে।
একই ফাঁড়ির এএসআই গাজী খায়ের জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিটি কলেজপাড়া ব্যাটারি পট্টির একটি চায়ের দোকানের সামনে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিবুল ইসলাম রুবেল (৩৩) নামে এক যুবককে আটক করা হয়। রুবেল সিটি কলেজপাড়ার ইনসান মিয়ার ছেলে।
উপশহর পুলিশ ক্যাম্পের এসআই এজাজুল হক জানিয়েছেন, গত শুক্রবার রাত ১০টার দিকে আরএন রোডস্থ একটি পার্টেসের দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোলাম কিবরিয়া মানিক (৩৮) নামে একজনকে আটক করা হয়। তিনি বেজপাড়া নলডাঙ্গা রোডস্থ পুকুরপাড়ের মৃত আব্দুল আজিজের ছেলে।